স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের রায়গঞ্জে মোটরসাইকেল কিনে না দেয়ায় পরিবারের উপর অভিমান করে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।আত্মহননকারীর নাম বিজয় কুমার সুত্রধর (২১)। নিহত যুবক উপজেলার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা সুত্তারপাড়া গ্রামের বিশ্বনাথ সুত্রধরের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, নিহত বিজয় তার নিজ দোকানের আড়ার সাথে বিদ্যুতের তার দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮