মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের তাড়াশে ১০ জানুয়ারি(মঙ্গলবার ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত । উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকারের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল খালেক তালুকদারের সঞ্চালনায় , সকাল ১০ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ।
আলোচনা সভাকে ঘিরে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ, যুবমহিলা লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন সকালে আপন আপন সংগঠনের মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে উপস্থিত হন। নেতাকর্মীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দিতে দিতে আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করতে থাকে।
উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন, আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার হতে বের হয়ে বাংলার মানুষের কাছে এসে ভালবাসায় সিক্ত হন। সেদিন বিমান বন্দরে নেমেছিল জনতার ঢল। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক বহিনীরা তাকে বন্দি রেখে ছিল আর এদেশের বীর সন্তানরা হানাদার বহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। তিনি আরও বলেন,
যারা আওয়ামী লীগের সুসংগঠিত মাঠকে বিভ্রান্তির কালো ছায়ায় আচ্ছাদিত করতে চায় তাদের তাড়াশের মাটিতে ঠাঁই নেই বলে অভিমত ব্যক্ত করেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার হোসেন মুক্তা, প্রকাশ চন্দ্র সরকার, হোসনেয়ারা পারভীন লাভলী,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মর্জিনা ইসলাম, আইন বিষয়ক সম্পাদক রবিউজ্জামান নান্নু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ১ শরীফুল ইসলাম তাজফুল মোহাম্মদ আলী, সাবেক সভাপতি আব্দুল হক, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মনোয়ারা খাতুন মিনি, সাধারণ সম্পাদক সবিতা রানী টুনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ , উপজেলা ছাত্রলীগ সভাপতি ইকবাল হাসান রুবেল , সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত নেতৃবৃন্দ।ৃ
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮