তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলায় ট্রাক থেকে সিমেন্ট লোড-আনলোড ও গোবর সরবরাহের ঠিকাদারি কাজকে কেন্দ্র করে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। তন্মধ্যে আহত ৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার গড্ডিমারী ইউনিয়নে অবস্থিত দোয়ানি এলাকায় এই ঘটনাটি ঘটে।
পরে শুক্রবার “২১ মার্চ” দুপুরে উপজেলা বিএনপি নেতা আব্দুল মালেক স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সোহেলসহ ২২ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, দোয়ানি এলাকায় অবস্থিত তিস্তা ব্যারেজের কাছে অত্যাধুনিক বৈদ্যুতিক খুঁটি নির্মাণ কাজ চলছে। ওই কাজে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে গোবর সরবরাহের কাজ দেয়া নিয়ে বেশ ক’দিন যাবত গড্ডিমারীর বিএনপি,যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরোধ চলছে। এরই জেরে বৃহস্পতিবার গভীর রাতে সিমেন্ট লোড-আনলোড নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ১০ জন ব্যক্তি আহত হয়েছেন বলে জানা যায়।
আহত শ্রমিক বাবুল জানান, তিনি গাড়ি আনলোড করার সময় কয়েকজন এসে তাকে বাঁধা দেন। তখন তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপি নেতা আব্দুল মালেক বলেন, “আমি ঠিকাদারকে সিমেন্ট ও পাথর সরবরাহ করি। বৃহস্পতিবার সেই সিমেন্টের গাড়ি আনলোড করার সময় সোহেল ও তার সহযোগীরা আমার লোকজনের উপর হামলা চালান।“
এদিকে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল তালুকদার জানান, ওই জায়গায় তিনি মীমাংসা করার চেষ্টা করছিলেন। কিন্তু এখন তিনি নিজেই ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানান।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা “ওসি” মাহমুদুন-নবী জানান, পুলিশ ঘটনাস্থলে যায় ও পরিস্থিতি শান্ত করে। এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮