এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ–২’-এর আওতায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে পরিচালিত অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন— নাসিক ৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ রনি (৩৯), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ সুলতান আহমেদ (৬৪) ও মোহাম্মদ দেলোয়ার হোসেন (৫০)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮