প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৭:১১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১২:৪৯ পি.এম
সিদ্ধিরগঞ্জে ঝোপের ভেতর থেকে ইজিবাইক চালকের জবাই করা লাশ উদ্ধার।।
মো: লতিফ আহমেদ আকাশ
বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. শাকিল মিয়া -২৬- নামে ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার -২১নভেম্বর- সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খিলপাড়া বৌ-মারা খামার সংলগ্ন এলাকার একটি ঝোপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শাকিল মিয়া গাইবান্ধা জেলার মরিচবাড়ি এলাকার কুদ্দুস মিয়ার ছেলে। তিনি স্ত্রী আয়েশা আক্তার ও চার বছরের মেয়ে সাউদা আক্তার জান্নাতিকে নিয়ে ফতুল্লার মাসদাইর এলাকার মোস্তাফা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। আয়েশা আক্তার ফতুল্লার বিসিক শিল্প নগরীর একটি পোশাক কারখানায় কাজ করেন।
নিহতের শ^শুর আমজাত হোসেন জানান, বুধবার রাত ৯টার দিকে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে ইজিবাইক নিয়ে বের হয় শাকিল। পরে সারা রাত আর বাসায় ফিরেনি। বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে জানতে পারি তার গলাকাটা লাশ পাওয়া গিয়েছে। শাকিল যে ইজিবাইকটি নিয়ে বের হয়েছিলো সেটি পরিত্যাক্ত অবস্থায় পাওয়া গিয়েছে নারায়ণগঞ্জ আইইটি স্কুলের সামনে। পরে মালিক এসে গাড়িটি তার জিম্মায় নিয়ে যান।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক -এসআই- একেএম মঞ্জুরুল ইসলাম জানান- স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। তাকে জবাই করে হত্যা করা হয়েছে। লাশটি উপুর হয়ে পড়েছিল। প্রথমে নিহতের পরিচয় শনাক্ত করা যাচ্ছিলো না। পরে লাশের সুরতহাল তৈরি করার সময় গায়ের জ্যাকেটের পকেটে একটি মোবাইল ফোন পাওয়া যায়। সে ফোনের সূত্র ধরে তার স্বজনদের খোঁজ পাই। পরে স্বজনদের সঙ্গে কথা বলে পরিচয় নিশ্চিত হই।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আল-মামুন বলেন- আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। নিহতের স্বজনরা আছে। হত্যা মামলার পক্রিয়া চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২