ইসমাইল ইমন, চট্টগ্রাম:
সিএমপি'র পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ'র সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মোঃ মারুফ বিন আব্দুল্লাহ সঙ্গীয় অফিসারগণ সহ বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৮ জানুয়ারি সন্ধ্যা ০৬:৫০ মিনিটের সময় পাঁচলাইশ মডেল থানাধীন চকবাজার অলি খাঁ জামে মসজিদের উত্তর পার্শ্বের আল মক্কা ফার্মেসীর সামনে রাস্তার উপর আবু মোহাম্মদ নাঈম (২০)’কে গ্রেফতার করেন এবং তাহার হেফাজত হতে বিভিন্ন ব্রান্ডের ২৫টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করেন। উক্ত আসামীর দেখানো মোতাবেক ইং ২৮ জানুয়ারি রাত ০৮:৪০ মিনিটের সময় সিএমপি’র চান্দগাঁও থানাধীন ছানোয়ারা আ/এ, ২নং রোডের হোসেন ম্যানশনস্থ ৬ তলার ৬০৩নং বাসা হইতে আসামী সৈয়দ মোহাম্মদ আজম (২৫)’কে গ্রেফতার করেন এবং তাহার হেফাজত হইতে ০২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করেন। তার দেখানো মতে একই দিনে রাত ১১ টার সময় সিএমপির কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট মোড়স্থ ট্রাফিক পুলিশ বক্স হতে সামনে ফুটপাতের উপর হইতে আসামী মোঃ আরিফ হোসেন (৩২)’কে গ্রেফতার করেন এবং তাহার হেফাজত হতে বিভিন্ন ব্রান্ডের ২৫টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করেন। আসামীগণ উদ্ধারকৃত সর্বমোট ৫২টি চোরাই মোবাইল ফোন (যাহার মূল্য অনুমান ৫,২০,০০০/-পাঁচ লক্ষ বিশ হাজার) অভ্যাসগতভাবে নিজ নিজ হেফাজতে রাখিয়া বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করিয়াছিল মর্মে স্বীকার করে। এ সংক্রান্তে ধৃত আসামীদের বিরুদ্ধ পাঁচলাইশ মডেল থানার মামলা নং-২০, তারিখ-২৯/০১/২০২৬ইং, ধারা-৪১৩/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮