চঞ্চল,
কৃষকদের স্বার্থ রক্ষায় দেশের মূল্যবান রাসায়নিক সার ভারতে পাচার ঠেকানোর বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। জেলার সীমান্ত পথে রাসায়নিক সার পাচার রোধে বিজিবির কঠোর নজরদারির ফলস্বরূপ গত এক মাসে পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ২৪৫ বস্তা সার জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) কুলাঘাট বিজিবি চেকপোস্ট এলাকায় সর্বশেষ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে পাচারের উদ্দেশ্যে রাখা ৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, চোরাকারবারিরা লালমনিরহাট থেকে সার সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের চেষ্টা চালাচ্ছিল। এর আগে, গত ২৬ সেপ্টেম্বর একটি বড় অভিযানে ১৫২ বস্তা ইউরিয়া সার ও ৭৬ বস্তা ডিএপি সার উদ্ধার হয়। এছাড়া, ০৪ অক্টোবর আরও একটি অভিযানে ৪ বস্তা ইউরিয়া সার ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছিল। সব মিলিয়ে জব্দ হওয়া ২৪৫ বস্তা সারের আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ ৪০ হাজার ৮ শত টাকা।
জব্দকৃত সারগুলো আইনি প্রক্রিয়া শেষে লালমনিরহাট কাস্টমসের মাধ্যমে জেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, জেলার কৃষকরা যেন ন্যায্যমূল্যে সার পেতে পারেন, তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত। তিনি স্থানীয় জনগণের সহযোগিতা প্রত্যাশা করেন এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিজিবির এই কঠোর অবস্থান দেশের কৃষিখাতে উদ্দীপনা সৃষ্টিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮