শওকত আলম, কক্সবাজার
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন জেলা সার্চ মানবাধিকার সোসাইটির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ রাশেদুল ইসলাম।
কলাতলী জমজম রেস্তোরাঁয় বৃহস্পতিবার বিকালে সংগঠনের সভাপতি-ভারপ্রাপ্ত- ইমাম হোসেন ইমনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আনোয়ার সিকদারের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিভির জেলা প্রতিনিধি ও দৈনিক গণসংযোগ পত্রিকার সম্পাদক সাইফুর রহিম শাহীন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক-তদন্ত- আজিজুর রহমান ও ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আয়ুব।
উক্ত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার থেকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে যারা আজীবন সদস্য নির্বাচিত হয়েছেন তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
আজীবন সদস্য হিসেবে আখতার উদ্দিন ফারুকী, জিয়াউল হক জিয়া, মো: শাহেদ ও নুরুল হাকিম'কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এছাড়াও প্রবাসী জমীর উদ্দিন, সহ সভাপতি সালাউদ্দিন কাদের ও আইন বিষয়ক সম্পাদক শওকত আলমকে মানবাধিকার রক্ষায় বিশেষ ভুমিকা পালনে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের কক্সবাজার জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির পরিচালক মোঃ আলী মুন্না।
সম্মাননা ক্রেস্ট প্রদান শেষে বিশ্ব মানবাধিকার রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় দোয়া মোনাজাত পরিচালনা করেন সার্চ মানবাধিকার সোসাইটি পিএমখালি ইউনিয়ন কমিটির সহ সভাপতি মওলানা মোঃ আবদুল্লাহ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কমিটির সহ সভাপতি রুজি চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম. সাহাব উদ্দিন জনি, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, মো: আয়ুব, প্রচার সম্পাদক, বেলাল উদ্দিন ভুট্টো, অর্থ সম্পাদক ও সদর উপজেলার সভাপতি জামাল হোসাইন, যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক নুরুল আবছার, সহ ক্রীড়া সম্পাদক শাহনেওয়াজ, জালিয়াপালং ইউনিয়ন কমিটির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, পিএমখালি ইউনিয়নের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল হক টিপু সহ কক্সবাজার জেলা, সদর উপজেলা, জালিয়াপালং ইউনিয়ন ও পিএমখালি ইউনিয়ন কমিটির একঝাঁক মেধাবী স্বেচ্ছাসেবী মানবাধিকার কর্মী বৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮