সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো।।
দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক ও প্রকাশক- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি -বিএসসি-'র প্রতিষ্ঠাতা সদস্য হাসান আল মামুন'র খাগড়াছড়ির মাটিরাঙ্গার বাড়িতে সন্ত্রাসী হামলাসহ সারাদেশে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের উপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-সিআরএ-।
৩১ ডিসেম্বর -মঙ্গলবার- দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে সিআরএ সভাপতি সোহাগ আরেফিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন'র সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকতার পথিকৃৎ- দৈনিক দেশ বাংলার সম্পাদক ও প্রকাশক সাইদুর রহমান রিমন- বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআর এর সাংগঠনিক সম্পাদক মো: রুবেল- দপ্তর সম্পাদক মো: আশরাফ উদ্দিন-বিএমইউজে এর সভাপতি শহিদুল ইসলাম- সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাব্বি- চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সি:সদস্য ইসমাইল ইমন-আবুল হাসনাত মিনহাজ-জামশেদুল আলম- সহ সিআরএ ও বিএমইউজের সদস্যরা।
প্রধান অতিথি ও উপস্থিত বক্তরা বলেন
সারাদেশে সাংবাদিক ও সাংবাদিকদের পরিবারের উপর ৫ আগষ্ট পরবর্তী যে ভাবে হামলার ঘটনা ঘটেছে,সেই সাথে হামলাকারীরা কোন না কোন সংগঠনের সাইনবোর্ড ব্যবহার করে গ্রেফতার এরিয়ে যাচ্ছে। প্রশাসনের নির্লিপ্ত ভুমিকায় সাংবাদিক ও সাধারণ মানুষ হতাশ। যেখানে বস্তূনিষ্ট সংবাদ প্রকাশ করতে গিয়ে জাতির বিবেক সমাজের দর্পণ সাংবাদিক ও তাদের পরিবার হামলা- নির্যাতিত হচ্ছে- সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। অনতিবিলম্বে সারাদেশে হামলা নির্যাতনের শিকার সাংবাদিকদের মামলা গুলো আমলে নিয়ে দুস্কৃতিকারীদের দ্রুত গ্রেফতারের না করলে- সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে আবারও মাঠে নমবে। ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে প্রশাসনের সজাগ দৃষ্টি কামনা করেন বক্তারা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮