উৎপল রক্ষিত,
বিদ্যা, জ্ঞান ও সৃজনশীলতার দেবী সরস্বতীর আরাধনায় আজ সারাদেশে শান্ত ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে সরস্বতী পূজা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয় এই পূজা।
ভোর থেকেই মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। শিক্ষার্থী ও শিক্ষকরা বাসন্তী ও হলুদ রঙের পোশাকে দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। মন্ত্রোচ্চারণ, আরতি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয় পূজার আনুষ্ঠানিকতা।
ঢাকা সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ,কলেজ ,বিদ্যালয় ও ক্লাবে সরস্বতী পূজা ঘিরে ছিল বিশেষ উৎসাহ। কোথাও কোথাও আয়োজন করা হয় সংগীতানুষ্ঠান, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীরা তাদের খাতা, কলম, বই ও বাদ্যযন্ত্র দেবীর সামনে রেখে বিদ্যার আশীর্বাদ কামনা করেন।
হিন্দু ধর্মাবলম্বী পরিবারগুলোতে ছোট শিশুদের হাতেখড়ি অনুষ্ঠানের মাধ্যমে দিনটি হয়ে ওঠে আরও তাৎপর্যপূর্ণ। অনেক অভিভাবক জানান, এই পূজা শিশুদের মধ্যে শিক্ষার প্রতি শ্রদ্ধা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
পূজা উপলক্ষে কোথাও কোথাও পরিবেশ সচেতনতার অংশ হিসেবে পরিবেশবান্ধব উপকরণে প্রতিমা ,মন্দির নির্মাণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ করা হয়।
সার্বিকভাবে, সরস্বতী পূজা উপলক্ষে আজ সারাদেশে শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রীতির এক শান্ত ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮