প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৪, ১২:৪৩ পি.এম
সাম্যবাদী দল ও ১৪ দলীয় জোটের কেন্দ্রীয় নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা।।
আবু তালেব
লালপুর -নাটোর- প্রতিনিধি।।
নাটোরের লালপুরে-বাংলাদেশের সাম্যবাদী দল -এম এল- এর ও ১৪ দলীয় জোটের কেন্দ্রীয় সদস্যে কমরেড এ্যাডভোকেট বীরেন সাহাকে হত্যার উদ্দেশ্যে নাটোর লালপুরের তার নিজ বাসায় সন্ত্রাসীর হামলা হয়েছে।
গত ৯ জুলাই উপজেলা পুরাতন বাজারের উত্তর লালপুর এলাকায় তার অনুপস্থিতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার -১৬জুলাই- দুপুর দেড়টার দিকে বাংলাদেশের সাম্যবাদী -এম এল- দলের ও ১৪ দলীয় জোটের কেন্দ্রীয় নেতা কমরেড এডভোকেট বীরেন সাহা সাংবাদিকদের বলেন, আমি পার্টি থেকে তিনবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলাম। তৃতীয় শ্রেণীর ছাত্র থেকে সাম্যবাদী দলের রাজনীতি করে আসছি এখনো পর্যন্ত সেই দলই করি। ৫০/৬০ দশক থেকে শোষিত ও বঞ্চিত মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছি। আমাকে হত্যার উদ্দেশ্যে অনেকদিন যাবত পূর্ব পরিকল্পনা করে আমাকে রাজনীতির জীবন থেকে চিরতরে সরিয়ে দিতে চাই কথিত কিছু মহল। বিদায় করার জন্য অজ্ঞাত কিছু সন্ত্রাসী ৬ জুলাই বৃষ্টির দিনে আমার বাসায় এসে আমাকে না পেয়ে আমার স্ত্রীর সঙ্গে কথা বলে এবং বলে আমি খুব তৃষ্ণার্ত আমাকে একগ্লাস পানি দেবেন আমার স্ত্রী তাকে পানি দিলে পানি খেয়ে সে বলে আমার মাথা ভেজা আমাকে একটি গামছা বা তোয়ালে দেবেন। মাথা মোছার জন্য সে সহজ সরল মনে গামছা দিলে মাথা মুছে। সেদিন আমি ঢাকায় অবস্থান কালে আমার স্ত্রীর মোবাইলে লাউট ভয়েজের মাধ্যমে আমার সঙ্গে একটি মামলা সংক্রান্ত বিষয়ে কথা বলিয়ে কথা বলিয়ে দিলে সে ছদ্মনাম ব্যবহার করে আমার আশার দিন তারিখ টা জেনে নেয়। ছদ্মনাম উপজেলা রামানন্দপুর এলাকার অজ্ঞাত পিতা শরিফুল ইসলামের ছোট ভাই জীবন -২৫- নামে পরিচয় দিয়ে চলে যায়। আবার ৯ জুলাই ভোর ৫.১৫ মিনিটে আমার স্ত্রী উঠান ঝাড়ু দেওয়া কালে সেই চিহ্নিত যুবকটি আমার বাসার ২ পাচির টপকিয়ে হ্যান্ড গ্লোবাল পড়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও হাতে উপুর যুপুরী আঘাত করতে থাকলে সে জোরে চিৎকার করতে করতে বলে আমি কি করেছি বাবা আমাকে তোমরা মারছো আমাকে ছেড়ে দাও আমি মারা যাবো। আমার স্ত্রীর চিৎকার শুনে এলাকাবাসী আমার বাসায় আসলে দুর্বৃত্তরা বাসার ওয়াল টপকিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার মাথায় পনেরোটা সেলাই ও বাম হাত ভেঙ্গে গেলে ডাক্তার ভাঙ্গা হাত প্লাস্টার করে রেখেছেন। সে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখন বাসায় চিকিৎসা নিচ্ছেন।
এক সপ্তাহ হয়ে গেলো এখনো পর্যন্ত পুলিশ অজ্ঞাত সেই চিহ্নিত সন্ত্রাসীদের শনাক্তক করতে পারেনি। তাহলে কি আমি বিচার পাব না প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন এই ঘটনার সঠিক বিচার চাই।
এ বিষয়ে লালপুর থানার ওসি নাসিম আহমেদ বলেন, মামলা রুজু করা হয়েছে অভিযুক্তদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২