মোঃ আসিফুজ্জামান আসিফ,
সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— আরমান হোসেন (২৫), রুবেল (৩৮), সিরাজুল ইসলাম পলাশ (৩৪), মনির হোসেন (২৪), রেজাউল শেখ (২০), শিমুল (২২), হাসান (১৯), রবিউল ইসলাম (৩০) ও নুরুজ্জামান (৩০)। এসময় তাদের কাছ থেকে দুটি ছুরি, তিনটি ছেনদা, একটি স্টিলের পাইপ, একটি লাইলোন রশি ও দুটি বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে
একইদিন আশুলিয়ার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে জাল টাকাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ৪০০টি জাল নোট উদ্ধার করা হয়।
আটকরা হলো— আশুলিয়ার নিরিবিলি মুক্তধারা হাউজিং এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে সানজিদা আক্তার তন্নী (২৬) ও ডেন্ডাবর এলাকার জাফর খানের ছেলে সাদ্দাম হোসেন (২৮)।
অপরদিকে সাভার থানাধীন কাউন্দিয়া ইউনিয়নে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গতকাল আব্দুল কাদের নামের এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। পরে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো— মাহফুজ রহমান ও তুষার আহমেদ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮