প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৪, ৯:৩৮ এ.এম
সাভার আশুলিয়ায় আবারো পোশাক শ্রমিক বিক্ষোভ অবরোধ নবীনগর চন্দ্রা মহাসড়ক।।
সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।
সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের নবীনগর থেকে বাইপাইল পর্যন্ত চন্দ্রামুখী লেনে প্রায় তিন কিলোমিটার সড়কে যানজট দেখা দিয়েছে।
সোমবার -৩০ সেপ্টেম্বর- সকাল সাড়ে ৯টার দিকে এই বিক্ষোভ শুরু করে বার্ডস গ্রুপের শ্রমিকরা।
এর আগে গত ২৭ আগস্ট এক নোটিশে বার্ডস গ্রুপ কর্তৃপক্ষ জানায়- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বেশ কিছুদিন যাবৎ কারখানায় কোনো প্রকার কাজ নেই। এর পরেও কারখানা কর্তৃপক্ষ অব্যাহত আর্থিক লোকসানের মধ্যে দিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছিল। শত চেষ্টা করেও নতুন কোনো কাজের অর্ডার সংগ্রহ করতে পারেনি যা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ বহির্ভূত। এই অবস্থায় গত ২৮ আগস্ট থেকে গ্রুপটির আর এন আর ফ্যাশনস লিমিটেড- বার্ডস গার্মেন্টস লিমিটেড- বার্ডস ফেডরেক্স লিমিটেড এবং বার্ডস এ অ্যান্ড জেড লিমিটেডের সব সেকশনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘বার্ডস গ্রুপ তাদের কারখানা বন্ধ ঘোষণার পরে বিষয়টি নিয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে বিজিএমইএ, শ্রমিকসহ সব পক্ষের একটি বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ -সোমবার- গ্রুপটির শ্রমিকদের যাবতীয় আইনগত পাওনা পরিশোধের কথা ছিল। কিন্তু যতদূর জানতে পেরেছি- বার্ডস কর্তৃপক্ষ আজ শ্রমিকদের সেসব পাওনা পরিশোধ করতে পারবে না বলে জানিয়েছে। এর প্রেক্ষিতে শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ করছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আবু বকর সিদ্দিক বলেন- বার্ডস গ্রুপের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
অন্যদিকে শিল্পাঞ্চল আশুলিয়ায় সোমবার সকাল থেকে অধিকাংশ পোশাক কারখানা খোলা রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
শিল্প পুলিশ জানায়, সোমবার আশুলিয়ায় দ্য রোজ ড্রেসেস লিমিটেড কারখানাটি চালু রয়েছে- শ্রমিকরাও কাজ করছেন। মন্ডল নীটওয়্যার খুলে দেওয়া হলেও শ্রমিকরা কাজ করছেন না। লুসাকা সোমবারও ১৩-১- ধারায় বন্ধ রয়েছে- সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। জিরাবো রোডে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। তবে সাউদার্ন- ডুকাটি এবং মাসকটের একটি ফ্লোরে শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন। নিউএইজ ১৩-১- ধারায় বন্ধ রয়েছে।
শিল্প পুলিশ-১ এর সুপার সারোয়ার আলম বলেন- আজ -সোমবার- আশুলিয়া শিল্পাঞ্চলে বাংলাদেশ শ্রম আইনের ১৩-১-ধারায় নো ওয়ার্ক নো পে’র ভিত্তিতে ১১টি এবং সাতটি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। তবে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। লুসাকা গ্রুপের শ্রমিকরা কারখানার সামনে এলেও পরে ফিরে গেছেন। কোনো বিশৃঙ্খলা করেননি- মন্ডলের শ্রমিকরা আছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২