মোঃ আসিফুজ্জামান আসিফ,
সাভারে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী শনিবার (১ নভেম্বর) দুপুরে সাভার মডেল থানায় দুই জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটে শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সাভারের রাজাঘাট এলাকায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী সাভারের রাজাঘাট এলাকার মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। শুক্রবার রাতে তার ভাড়াকৃত কক্ষে প্রবেশ করে একই এলাকার অম্বর চৌধুরী ও দেলোয়ার হোসেন দিলু তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও অভিযুক্তরা তাকে মারধর করে ভয়ভীতি দেখায়। পরে রাতেই কোনোভাবে তিনি উদ্ধার হয়ে শনিবার দুপুরে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী নারী পুলিশের কাছে অভিযোগে বলেন, “অভিযুক্ত দুইজন পূর্বপরিচিত ছিল। তারা প্রায়ই নানা অজুহাতে আমার কক্ষে আসত। শুক্রবার রাতে হঠাৎ দরজা খুলে প্রবেশ করে আমাকে জোর করে ধর্ষণ করে পালিয়ে যায়।”
এ ঘটনায় আজ দুপুরে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মামলা দায়ের করেন তিনি। মামলায় অম্বর চৌধুরী ও দেলোয়ার হোসেন দিলুকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন,
“ঘটনার পরপরই আমরা মামলা গ্রহণ করেছি। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি সত্যতা পাওয়া গেছে। তবে বিস্তারিত তদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ বা প্রভাব রয়েছে কি না।
স্থানীয় এলাকাবাসীর বরাতে জানা গেছে, অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী পরিবারের সদস্য। তারা এলাকায় বেশ কিছুদিন ধরেই বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে অভিযুক্তদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী নারীর পরিবারের দাবি, তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পর থেকে অভিযুক্তদের সহযোগীরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ তাদের।
এদিকে পুরো ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮