মোঃ আসিফুজ্জামান আসিফ,
সাভারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজন করা দোয়া মাহফিলে যোগ দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর শ্বশুর ও ঢাকা হাইড অ্যান্ড স্কিনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ ভুঁইয়া (৬৫)। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় অবস্থিত চামড়া শিল্প নগরীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ স্থানীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান।
মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময়ই হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আব্দুর রশিদ ভুঁইয়া। কিছুক্ষণ পরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে থাকা নেতাকর্মী ও পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। তবে সেখানে পৌঁছানোর পরপরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের বরাতে জানা যায়, তিনি তীব্র হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে থাকতে পারে। খবরটি ছড়িয়ে পড়লে দোয়া মাহফিলস্থলসহ সারা এলাকায় শোকের আবহ নেমে আসে।
মৃত আব্দুর রশিদ ভুঁইয়া দীর্ঘদিন ধরে দেশের চামড়া শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন এবং ঢাকা হাইড অ্যান্ড স্কিনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুর খবরে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলে শোকের ঢেউ বইতে শুরু করেছে।
মরদেহ এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রহণ করে রাতেই পরিবারের সদস্যরা ঢাকায় নিয়ে যান। পারিবারিকভাবে জানানো হয়েছে, দাফনের সময় ও স্থান পরে জানানো হবে।
স্থানীয় নেতা-কর্মীরা তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮