প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ১০:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৪, ৩:১৬ পি.এম
সাভারে ডাবল মার্ডারের ঘটনায় দুই আসামি গ্রেফতার।।

সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।
ঢাকার সাভারের আমিন বাজার এলাকায় চাঞ্চল্যকর বাবা-ছেলে ডাবল মার্ডারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৪।
সোমবার -২৩ সেপ্টেম্বর- এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানায় র্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান।
এর আগে- রোববার সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জ জেলার আনিস সরদার -২৬ -ও চাঁপাইনবাবগঞ্জ জেলার আদিল বিশ্বাস -২৪-।
র্যাব জানায়, ঘটনায় দিন গ্রেফতার দুইজনসহ তাদের আরও কয়েকজন সহযোগী মিলে ফুয়াদুল ইসলাম ও তার শিশু পুত্রকে গলা কেটে হত্যা করে। পরে লাশ গুম করতে খামারের ভেতরে মাটিচাপা দিয়ে রাখা হয়। এর কিছুদিন পর শেয়াল মাটি খুড়ে ওই লাশ বের করে ফেলে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২