
মোঃ আসিফুজ্জামান আসিফ,
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাভারের বিরুলিয়া রোড থেকে সরকারি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য পাচারের সময় একজনকে গ্রেফতার করেছে। গভীর রাতে কালিয়াকৈর এলাকায় টিসিবি পণ্য পাচারের খবর পেয়ে ওসি জালাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে একটি পিকআপ ভ্যানসহ ১০০ কার্টুন সয়াবিন তেল, ৩০ বস্তা আটা, ১৬ বস্তা চিনি এবং ২৭ বস্তা মুসুরের ডাল জব্দ করা হয়। এসময় পিকআপ ভ্যানের চালক মো. লিটন মিয়াকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, কার নির্দেশে তিনি এসব পণ্য পাচার করছিলেন, তা তদন্ত করা হচ্ছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।