ইসমাইল ইমন, চট্টগ্রাম,
বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) গভীর আধ্যাত্মিক পরিবেশে আয়োজন করেছে খতমে কোরআন ও দোয়া মাহফিল।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮ টায় সিএমইউজে মিলনায়তনে অনুষ্ঠিত এ দোয়ায় সাংবাদিক সমাজের শীর্ষ নেতৃবৃন্দ, প্রবীণ সদস্য এবং চট্টগ্রামে কর্মরত গণমাধ্যম কর্মীরা একত্রিত হয়ে দেশের বরণীয় এ নেত্রীর আশু আরোগ্য কামনা করেন। মাহফিলের সভাপতিত্ব করেন সিএমইউজে সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহ নেওয়াজ।
এর আগে ১০ জন সম্মানিত আলেমে-দ্বীন পবিত্র কোরআন তিলাওয়াত ও খতম করেন। পুরো মিলনায়তনজুড়ে ছিল নীরবতা, আধ্যাত্মিক আবেগ ও ভক্তিভরে ভরপুর এক পরিবেশ-যেখানে প্রতিটি দোয়া ছিল হৃদয়ের গভীর আকুতিতে উচ্চারিত।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন – চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তাফা নঈম, সিএমইউজের সাধারণ সম্পাদক ও ইংরেজি দৈনিক ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর ডিভিশনাল এডিটর সালেহ নোমান, চট্টগ্রাম প্রেস ক্লাব নির্বাহী কমিটির সদস্য ও বৈশাখী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান গোলাম মওলা মুরাদ, সিএমইউজে কোষাধ্যক্ষ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজুমদার নাজিম উদ্দিন, সিনিয়র সদস্য আমিনুল ইসলাম, মাহবুবুল মাওলা রিপন, শহীদুল ইসলাম ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুলসহ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যরাসহ চট্টগ্রামে কর্মরত সাংবাদিক নেতা ও পেশাজীবীরা।
সাংবাদিক নেতা ও অংশগ্রহণকারীরা বলেন-মানবতার কল্যাণে নিবেদিত রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশে গণতন্ত্র, বহুমতবাদ ও মানবাধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর সুস্থতা শুধু একটি পরিবারের নয়, বরং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্যও অপরিহার্য।
খতমে কোরআন শেষে বিশেষ মুনাজাতে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ আরোগ্য, দীর্ঘায়ু এবং শক্তি-সাহস ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করা হয়। এছাড়া দেশের শান্তি, স্থিতিশীলতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং জাতির সামগ্রিক কল্যাণ কামনাও করা হয়।
সাংবাদিক সমাজের এই আয়োজন উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাবোধ, মানবিকতা ও আধ্যাত্মিকতার এক অনন্য প্রকাশ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮