কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্ক সেজেছে নবরূপে। পার্কে এবার দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেবে জেব্রার ঘরে আসা নতুন অতিথি। সাফারি পার্কটিতে জন্ম নেয়া জেব্রার শাবক বেড়ে উঠছে দিনে দিনে।
বাবা-মাসহ জেব্রা দলের সাথে ঘুরে বেড়াচ্ছে পার্কের বেষ্টনি এলাকায়। তাদের এক মুহুর্তের জন্যও ছাড়তে রাজি নয় সদ্যজাত এই বাচ্চা। এর আগে গত বছরের জুন মাসে জন্ম নেয় ‘বিজয়’ নামের আরেক জেব্রাশাবক।
চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, ২০১৮ সালের ১৭ মে মাসে যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬টি জেব্রা জব্দ করে পুলিশ। এদের মধ্যে ৩টি পুরুষ এবং ৩টি নারী জেব্রা ছিলো। পরে এই ছয়টি জেব্রা গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে রাখা হয়। এর একমাস পর ওই জেব্রাগুলো কক্সবাজারের চকরিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়।
জানা যায়, সদ্যজাত জেব্রার বাচ্চা কিছুদিন পার্কের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠায় গত ২ এপ্রিল থেকে জেব্রার বেষ্টনিতে দেয়া হয়েছে। এখন ছোট-বড় মিলে ছয়টি জেব্রা এই পার্কে রয়েছে।
আগের ৬টি জেব্রা থেকে ২০১৮ সালের ৭ নভেম্বর, ২০১৯ সালের ২২ জুলাই এবং একই বছরের ১৪ সেপ্টেম্বর তিনটি মারা যায়। পরবর্তীতে এদের মধ্য থেকে আরো ১টি বাচ্চা জন্ম নেয়।
সংশ্লিষ্টরা জানায়, জেব্রা মূলত দলগত প্রাণী। এরা সাধারণত একতাবদ্ধভাবে চলাফেরা করে। এদের প্রতিদিন দুই বেলা করে ভুট্টা, ভুষি, গাজর খেতে দেয়া হয়। এছাড়াও সারাদিন নিজেদের বেষ্টনিতে ঘুরে ঘুরে ঘাসও খাচ্ছে। যাতে তারা কোন ধরনের ভাইরাসে আক্রান্ত না হয় সেজন্য প্রতিদিন খাবার দেয়ার স্থানে জীবাণুনাশক ছিটানো হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮