চঞ্চল,
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর দুই সন্তান আহনাফ হাবিব ইনতিসার ও আহমিক হাবিব ইয়ারদান সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা গ্রহণ করেছেন।
রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের বিডিআর হাটখোলা এবং আলোরূপা মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তারা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। এ সময় তারা কোনো রাজনৈতিক স্লোগান নয়, বরং বড়দের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।
গণসংযোগকালে দেখা যায়, সাধারণ মানুষ—বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা অত্যন্ত আবেগপ্লুত হয়ে পড়েন। অনেক মুরুব্বিকে দেখা গেছে স্বতস্ফূর্তভাবে তাদের মাথায় হাত দিয়ে দোয়া করতে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করতে। সাধারণ মানুষের প্রতি এমন বিনয়ী আচরণে মুগ্ধ হন উপস্থিত পথচারীরাও।
ব্যতিক্রমী এই উদ্যোগের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় মহলে প্রশংসায় ভাসছেন আহনাফ ও আহমিক । এলাকাবাসীর মতে, রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও যেভাবে তারা সাধারণ মানুষের কাছাকাছি গিয়ে বিনয় প্রদর্শন করেছেন, তা বর্তমান সময়ে এক অনন্য উদাহরণ।
উপস্থিত অনেকে মন্তব্য করেন, "পিতার সুযোগ্য উত্তরসূরি হিসেবে তারা সাধারণ মানুষের অন্তরে জায়গা করে নিচ্ছেন।"
সাধারণ মানুষ তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, আগামী দিনেও তারা এভাবেই জনগণের পাশে থাকবেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮