প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৫:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৫, ৩:১৩ পি.এম
সাধারণ মানুষকে মাদকের বিরুদ্ধে সম্পৃক্ত হওয়ার আহ্বান এসএম খাইরুল আলম

নুর মোহাম্মদ, কক্সবাজার
মিয়ানমার সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকে এগিয়ে আসতে হবে। কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খাইরুল আলম বুধবার ২১ মে উখিয়ার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়ায় বিজিবির উদ্যোগে আয়োজিত এক জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন একইসঙ্গে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে সাধারণ মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সভা শেষে স্থানীয় জনকল্যাণে বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ভালুকিয়া বৌদ্ধ বিহার, ফাত্রাঝিরি বৌদ্ধ বিহার, নতুন বৌদ্ধ বিহারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপহার সামগ্রী বিতরণ করেন বিজিবির অধিনায়ক।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২