প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৫, ৭:৪৭ পি.এম
সাত হাজার ইয়াবাসহ তিন যুবক আটক করেছে পুলিশ

নুর মোহাম্মদ, কক্সবাজার
লোহাগাড়া থানা পুলিশ রামু থেকে ইয়াবা পাচারকালে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবক আটক করেছে।
লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের লিয়াকত অটোগ্যাস এন্ড ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে বাইক তল্লাশি করে বৃহস্পতিবার (২২ মে) সকাল ৬টায় ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর এলাকার মৃত নুরুল হকের পুত্র মো: রাশেদ (৩০), রাজারকুল ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মো: ইয়াছিন আরাফাত (৩০) এবং উখিয়া উপজেলার রুহুল আমিন (২৮)।
জিজ্ঞাসাবাদে তারা আইনশৃঙ্খলা বাহিনী কাছে মোটরসাইকেল যোগে ইয়াবা ট্যাবলেট ব্যাবসার করার কথা স্বীকার করে। এদের মধ্যে ইয়াছিন আরাফাত দৈনিক অগ্নিশিখার পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায় রাশেদ এবং আরাফাত সাংবাদিকতার নাম ভাঙিয়ে দীর্ঘবছর ধরে বিশাল একটি ইয়াবা সিন্ডিকেট গড়ে তুলে ব্যবসা চালিয়ে আসছিল।
বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে নিয়মিত ডিউটিরত অবস্থায় দুইটি বাইককে থামানো হয়। এসময় দুইটি বাইক থেকে বিশেষ কায়দায় লুকানো এয়ার ফিল্টারের ভিতর থেকে ৭হাজার ইয়াবাসহ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২