মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন আবু মাহমুদ কাওসার হোসেন। তিনি ইতোপূর্বে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) তিনি নতুন কর্মস্থল সাতকানিয়া থানায় যোগদান করেছেন।
জানা যায়, জেলা গোয়েন্দা শাখায় দায়িত্ব পালনের আগে ওসি হিসেবে হাটহাজারীতেই তাঁর প্রথম পদায়ন। এর আগে ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশে। তিনি গত বছর ২০২৪ সালের ২০ নভেম্বর হতে এ বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১০ মাস হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত ৬ সেপ্টেম্বর (শনিবার) সকালে আরিয়ান ইব্রাহীম নামক এক ছেলে হাটহাজারী মাদরাসাকে কেন্দ্র করে ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দেয়। উক্ত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাতে হাটহাজারী মাদরাসার ছাত্রদের সাথে স্থানীয় একটি পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। পরদিন ৭ সেপ্টেম্বর (রবিবার) বিকালে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মাদরাসা কতৃপক্ষ সংবাদ সম্মেলন করেন। সেই দিন রাত ১১ টায় ওসি আবু কাউসার মাহমুদ হোসেনকে ডিবিতে বদলী করা হয়। ৩২ দিনের মাথায় তিনি সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করলেন।
নতুন যোগদানকৃত ওসি আবু মাহমুদ কাওসার হোসেন মাদারীপুর জেলার বাসিন্দা।
তিনি বলেন, সাতকানিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছি। সকলের সহযোগিতা নিয়ে অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।
উল্লেখ্য, এ বছরের ১৩ ফেব্রুয়ারী মোঃ জাহিদুল ইসলামকে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়। বিভিন্ন অভিযোগের কারণে সাত মাসের মাথায় ২৯ সেপ্টেম্বর রেঞ্জ আদেশ নং-ফোর্স(ইন্স:)/০১-২০২৫/৮৫২ মূলে অ্যাডিশনাল আইজিপি, মোঃ আহসান হাবীব পলাশ (বিপিএম-সেবা বিপি-৭০৯৫০৩১১৩৩) এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোঃ জাহেদুল ইসলামকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার বর্তমান কর্মস্থল হতে প্রত্যাহারপূর্বক রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, চট্টগ্রামে সংযুক্ত করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮