মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানের পরও থেমে নেই কৃষি জমির মাটি কাটা। কেরানিহাট পাটানিপুল, রসুলাবাদ, কালিয়াইশে অবস্থিত SBL ব্রিক ফিল্ডে কৃষি জমির মাটি কাটার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ১জনকে পঞ্চাশ হাজার জরিমানা হয়েছে।
সোমবার-৩ ফেব্রুয়ারি- বিকাল ৪টায় কেরানিহাট পাটানিপুল, রসুলাবাদ, কালিয়াইশে অবস্থিত SBL ব্রিক ফিল্ডে কৃষি জমির মাটি কাটার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন -ভূমি- ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
অভিযান পরিচালনাকালে এস্কেভেটর দিয়ে মাটি কর্তনাবস্তায় বাশখালী খানখানাবাদ ইউনিয়ন,৭নং ওয়ার্ড মৌলভীপাড়ার মৃত ইমাম হোসেনের ছেলে মোঃ শেফায়েত হোসেন -২১- কে হাতেনাতে আটক করেন।
তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০-পঞ্চাশ হাজার- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং আদায় করা হয়। সেই সাথে ভবিষ্যতে এই ধরণের কাজে লিপ্ত হবেনা মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার-ভূমি-ফারিস্তা করিম। অভিযানে সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারী সহ সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮