প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১০:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৪:৪৭ পি.এম
সাতকানিয়ায় NBM ব্রিকফিল্ডে মোবাইল কোর্টের অভিযান দুই লক্ষ টাকা জরিমানা

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামঃ সাতকানিয়া উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানের পরও থেমে নেই কৃষি জমির মাটি কাটা। কেরানিহাটে অবস্থিত NBM ব্রিক ফিল্ডে কৃষি জমির মাটি কাটার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা হয়েছে।
শনিবার -১৮ জানুয়ারি- দুপুর ১ টায় কেরানিহাটে অবস্থিত NBM ব্রিক ফিল্ডে কৃষি জমির মাটি কাটার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযান পরিচালনাকালে উক্ত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় NBM ব্রিক ফিল্ডের ম্যানেজার উত্তর ঢেমশা- ৬নং ওয়ার্ডের মৃত এনু মিয়ার ছেলে আব্দুর রহমান-৪৯-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ২,০০,০০০ -দুই লক্ষ- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং আদায় করা হয়।
আগামী ৭ দিনের মধ্যে খননকৃত জমিতে মাটি ভরাট করে দেয়ার নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্টের অভিযানে সার্বিক সহযোগিতা করেন, উপজেলা ভূমি অফিসের কর্মচারী সহ আনসার সদস্যবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২