মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের খুনী বটতল এলাকা থেকে ৮০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। এসময় ইয়াবা বহনকারী কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকাল ৭ টার দিকে কেঁওচিয়া ইউনিয়নের খুনী বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল- চাপাইনবাবগঞ্জ জেলার এনায়েতপুর ইউনিয়নের দায়মপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে আব্দুল কুদ্দুছ(৩০) এবং গাজীপুর জেলার টঙ্গী থানার এরশাদনগর এলাকার ইউসুফ মাঝির ছেলে মোহাম্মদ হাসান(২৭)।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এসময় ইয়াবা বহনকারী কাভার্ডভ্যানও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। ইয়াবাসহ গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮