মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:
সাইবার অপরাধ প্রতিরোধ এবং তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় ৫ দিনব্যাপী সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সীর সহযোগিতায় এবং উপজেলা আইসিটি অফিস সাতকানিয়ার ব্যবস্থাপনায় রবিবার (২৫ জানুয়ারি) সকালে জেন-জি প্রশিক্ষণ একাডেমিতে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।
উপজেলা আইসিটি অফিসার আনোয়ার হোসাইনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীকে সাইবার সিকিউরিটিতে দক্ষ করে গড়ে তুলতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সাইবার নিরাপত্তা, অনলাইন ঝুঁকি মোকাবিলা, ডিজিটাল সুরক্ষা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার ফাহাদ হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামছুজ্জামান।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরি এখন সময়ের দাবি। উপজেলা প্রশাসন এ লক্ষ্য বাস্তবায়নে সর্বদা আন্তরিক ও সচেষ্ট। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণে অংশগ্রহণ করে নিজ নিজ দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান।
এ সময় ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন জেলা আইসিটি অফিসার শিমুল ভৌমিক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাইবার সিকিউরিটির গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং পর্যায়ক্রমে উপজেলায় এ ধরনের আরও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে বলে আশ্বাস দেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্ম সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন ও দক্ষ হয়ে উঠবে, যা ভবিষ্যতে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮