প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ৪:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ৮:২৮ পি.এম
সাতকানিয়ায় সরকারি নির্দেশনা অমান্য করে টিলা কেটে স্থাপনা নির্মাণ, একজনকে কারাদণ্ড
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রাম সাতকানিয়ায় সরকারি নির্দেশনা অমান্য করে টিলা শ্রেনীর জমি কেটে স্থাপনা নির্মাণের তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় এক ব্যক্তিকে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
শুক্রবার-৩১ জানুয়ারি- সকালে উপজেলার ছদাহা ইউনিয়নের হরিনতোয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সাতকানিয়ার সহকারী কমিশনার -ভূমি- ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের ১নং ওয়ার্ডের হরিনতোয়া এলাকায় মোঃ ইউনুসের ছেলে মোঃ শফি কিছুদিন আগে টিলা শ্রেণীর জমি কেটে স্থাপনা নির্মাণ কাজ শুরু করে।
সরেজমিনে পরিদর্শন করে ইতোপূর্বে একাধিকবার উপজেলা প্রশাসন থেকে উক্ত বিএস রেকর্ডীয় টিলা শ্রেণির জমি কেটে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশনা দেয়া হলেও অভিযুক্ত মোঃ শফিক-২৫- নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যান। অভিযুক্ত ব্যক্তি একাধিকবার সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় ৪৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার -ভূমি- ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
সহকারী কমিশন ভূমি-এসি ল্যান্ড- ফারিস্তা করিম বলেন, টিলা কেটে স্থাপনা নির্মাণের খবর ঘটনাস্থল পরিদর্শন করি এবং তাকে কাজ বন্ধ রাখার নির্দেশ দিই কিন্তু অভিযুক্ত ব্যক্তি সরকারি নির্দেশনা অমান্য করে স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যান। এজন্য তাকে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে থানায় হস্তান্তর করা হয়। তিনি আরো বলেন, পাহাড়, টিলা শ্রেণীর জমি ও কৃষি জমির টপসয়েল কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন সাতকানিয়া মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ, আনসার সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২