
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছনখোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: এওচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ছনখোলা এলাকার নুরুল হকের ছেলে সাইমন উদ্দিন (১৯) এবং একই এলাকার মৃত মোঃ হোসেনের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় অবৈধ অস্ত্র মজুদের গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে সাইমন ও জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি খড়ের গাদা তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, দুটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো দীর্ঘদিন ধরে অবৈধভাবে সংরক্ষণ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল যৌথবাহিনীর এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এমন কার্যক্রম চলমান থাকলে এলাকায় অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮