মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামঃ সাতকানিয়ায় বিভিন্ন এলাকায় কৃষি জমির টপসয়েল কেটে ইটভাটা সহ বিভিন্ন জায়গায় বিক্রি করে মাটি খেকো চক্র। পাশাপাশি কৃষি জমির টপসয়েল রক্ষায় উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানের পরও থেমে নেই মাটি খেকোদের অবৈধ মাটি কাটা।
সোমবার -১৭ ফেব্রুয়ারি- দিবাগত রাত ১২টা থেকে ০৪টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার ঢেমশা, কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।
অভিযানে সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও- মিল্টন বিশ্বাস বলেন, অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। যদি কেউ অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮