চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ‘আশ হসপিটাল ইউনিট–২’-এর কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি চরতী ইউনিয়নের উত্তর বামনডেংগা এলাকায় হাজী উসমান আলী ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এ সেবাকেন্দ্রের উদ্বোধন করা হয়।
হাজী উসমান আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সৌদি আরবপ্রবাসী ফরিদুল আলমের সহযোগিতায় এই চিকিৎসা সেবা চালু করা হয়েছে। একই সঙ্গে হাজী উসমান আলী ফাউন্ডেশনের কার্যালয় ও হাজী উসমান আলী সড়কেরও শুভ উদ্বোধন করা হয়।
আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, হাসপাতালটিতে প্রতি শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তর বামনডেংগা, চরতী এলাকায় অবস্থিত ফাউন্ডেশনের কার্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। এতে সাধারণ রোগ নির্ণয়, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ সরবরাহ অন্তর্ভুক্ত থাকবে।
উদ্বোধন উপলক্ষে বিশেষ উদ্যোগ হিসেবে ১০ জন পুরুষ ও ১০ জন নারীর জন্য সব ধরনের প্রয়োজনীয় পরীক্ষা ও ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। পরীক্ষার খরচ যত বেশি হোক না কেন, তা বহন করবে ফাউন্ডেশন।
এ উদ্যোগ বাস্তবায়নে কারিগরি সহযোগিতা দিচ্ছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের আশ হসপিটাল। প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন জানান, আগ্রহী ব্যক্তিরা চাইলে নিজ নিজ এলাকায় এ ধরনের বিনামূল্যের চিকিৎসা সেবা কেন্দ্র চালু করতে পারবেন। সে ক্ষেত্রে আশ হসপিটালের পক্ষ থেকে চিকিৎসক, সফটওয়্যার ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়ার চেষ্টা থাকবে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দরিদ্র ও সাধারণ মানুষের জন্য এমন বিনামূল্যের চিকিৎসা সেবা সাতকানিয়ায় স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮