মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে জেলা প্রশাসক, চট্টগ্রাম মহোদয়ের নির্দেশনায় নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫জন ব্যবসায়ীকে সর্বমোট ৯৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার -১২মার্চ- বিকাল ৩ টায় সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে জেলা প্রশাসক, চট্টগ্রাম মহোদয়ের নির্দেশনায় নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস, সহকারী কমিশনার -ভূমি- ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় আম্মাজান পাজ্ঞাবি বিতানকে ২৫,০০০/-টাকা, রিমেক্স 69 কে ১৫,০০০/- টাকা, শৈল্পিককে ১,০০০/- টাকা, আরটিক্সকে ৫,০০০/- টাকা ও সু-বাজারকে ৫০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোট ৫টি মামলায় ৫ ব্যবসায়ীকে সর্বমোট ৯৬,০০০/-টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেক্ট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলা মৎস অফিসার জাকিয়া আবেদিন সহ ছাত্র প্রতিনিধি।
অভিযানে সহায়তা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮