মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামঃ সাতকানিয়া বাজারে ফার্মেসীর দোকানে অভিযান চালিয়েছে উপজেলা সহকারী কমিশন ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এ সময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে চারটি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার -১৯ জানুয়ারি- দুপুর ৩ টায় সাতকানিয়া পৌরসভার মেইন রোড, দেওদিঘী বাজার- ফুলতলা বাজারে ওষুধের দোকানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওষুধের দোকান গুলোতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ- ফিজিসিয়ান্স স্যাম্পল, আনরেজিস্টার্ড ওষুধ আছে কিনা দেখা হয়। এ সময় ওষুধ ও কসমেটিক্স আইন-২০২৩ এর সংস্লিষ্ট ধারায় সাতকানিয়া পৌরসভার মেইন রোডে অবস্থিত নাছির মেডিকেল হল এবং আলম মেডিকেল হল ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা- দেওদিঘী বাজারে মমতাজ মেডিকেল হল ৫ হাজার- ফুলতলা বাজারে তানভীর ফার্মেসি ২ হাজার- ৪টি দোকানে মোট ২৭,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দোকানে এন্টিবায়োটিক ওষুধ বিক্রয়ের জন্য রেজিস্ট্রার মেইনটেন করতে বলা হয়।
অভিযানে সহযোগিতা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রাম এর ড্রাগ সুপার জনাব আবিদ আহসান- উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ ও সাতকানিয়া থানার পুলিশ সদস্য বৃন্দ।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন-ভূমি- ফারিস্তা করিম বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮