মোঃ মিজানুর রহমান সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে পারিবারিক বিরোধের জের ধরে আহমেদ হোসেন(৫২) নামের এক ব্যক্তি নিজ পুত্র রিয়াদের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে।
রবিবার (০৯ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের নয়াপাড়ায় এঘটনা ঘটে। নিহত আহমেদ হোসেন(৫২) নয়াপাড়ার ডাক্তার মোঃ ইউসুফের বাড়ির জলিল বক্সের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে নিহত আহমেদ হোসেন এবং ছেলে রিয়াদ হোসেনের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল রাতেও বাবা ছেলের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে রিয়াদ হোসেন পিতাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। সংবাদ পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করছে। ঘটনার পর থেকে ছেলে রিয়াদ পলাতক ছিল। আজ সকালে বাবার খুনের ঘটনায় জড়িত ছেলেকে গ্রেপ্তারের করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮