মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ায় পতিত আওয়ামী লীগের স্বৈরাচারের খুনি ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার -১২ মার্চ- দুপুরে সাতকানিয়া পৌরসভায়
পতিত আওয়ামী লীগের স্বৈরাচারের খুনি ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা ও পৌরসভার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা থেকে বিক্ষোভ মিছিল বেরহয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডলুব্রিজ এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের। তিনি বলেন বিগত ১৬ বছরের আওয়ামী স্বৈরাচারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ ছিল। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর বিভিন্ন অপরাধে অভিযুক্ত সুনির্দিষ্ট আসামীদের বিরুদ্ধে মামলা হলেও গ্রেফতার করা হয়নি। গ্রেফতার না হওয়ার কারণে আওয়ামী সন্ত্রাসীরা আজ খুনের নেশায় মেতে উঠেছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, জেলা মজলিসে শুরা সদস্য এম. ওয়াজেদ আলী, সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন, পৌরসভার নায়েবে আমির মুহাম্মদ শাহ আলম, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবু তাহের ও পৌর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি বাংলাদেশের আলোচিত সাতকানিয়ার দুই জামায়াত কর্মী হত্যাকাণ্ড বিচারবহির্ভূত ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মানিক বাহিনী কর্তৃক সংঘটিত হয়েছে, যা বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
অবিলম্বে এ হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দোষীদের শাস্তি ও বিচার নিশ্চিত করতে হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮