
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে কৃষি জমির মাটি ব্যবহার ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুইটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত এসএমবি ব্রিকফিল্ড ও বিবিএম ব্রিকফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ইটভাটাগুলো কৃষি জমির উপরিভাগের মাটি ব্যবহার করে ইট প্রস্তুত করছে এবং তাদের প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র নেই, যা প্রচলিত আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
এ সময় ভ্রাম্যমাণ আদালত এসএমবি ব্রিকফিল্ডকে ৩ লাখ টাকা এবং বিবিএম ব্রিকফিল্ডকে ১ লাখ টাকা জরিমানা করেন। মোট ৪ লাখ টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে সহযোগিতা করেন আনসার সদস্যবৃন্দ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে সাতকানিয়া উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষি জমি রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮