মোঃ মিজানুর রহমান
সাতকানিয়া প্রতিনিধি।।
চট্টগ্রাঃ সাতকানিয়ায় -এসো দেশ বদলাই- পৃথিবী বদলাই- শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার -৩০ ডিসেম্বর- সকাল ১১ টায় সাতকানিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে র্যালীটি শুরু হয়ে সাতকানিয়া পৌরসভার প্রথান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতকানিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এসে র্যালি ও আলোচনা সভা সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ -ওসি- মোস্তফা কামাল- সাবেক উপজেলা চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ- রাজনৈতিক ব্যক্তিবর্গ- শিক্ষক প্রতিনিধিবৃন্দ ও স্কুল-কলেজের তরুণ-তরুনীরা অংশ গ্রহন করেন।
সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস বলেন- যুব ও ক্রীড়া মন্ত্রনালয় কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হলো। এ কর্মসূচি আগামী ১৯ ফেব্রুয়ারি-২০২৫ পর্যন্ত চলমান থাকবে।
এ সময়ের মধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে তরুণদের নিয়ে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮