মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া উপজেলার কেরানীহাট-বান্দরবান মহাসড়কের এলিট হসপিটালের সামনে থেকে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে ৭০০পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
সোমবার -১০ মার্চ - সাতকানিয়ায় কর্তব্যরত এনএসআই কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে দৈনিক আজকের বাংলাকে জানান, সাতকানিয়ায় প্রতিটা অঞ্চলের সকল ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারী আছে। সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার কেরানীহাট-বান্দরবান মহাসড়কের এলিট হসপিটালের সামনে থেকে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় এনএসআই ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।এসময় ৭০০পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য-২,১০,০০০ টাকা।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ আবু বক্কর -৩৯- তিনি সাতকানিয়া উপজেলার জনার কেওচিয়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মোঃ আবদুস সোবহানের ছেলে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ -ওসি-জাহেদুল ইসলাম বলেন, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮