মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় ১০৪ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৫টি দেশীয় অস্ত্রসহ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও স্থানীয় অস্ত্র ব্যবসায়ী জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদ (৩৫)কে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদ উপজেলার পুরানগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ নুর ইসলামের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত পিচ্চি জাহিদ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোঃ ফারহান ফুয়াদের নেতৃত্বে একটি বিশেষ অভিযানে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে সেনাবাহিনীর ক্যাম্প বাজালিয়ায় দায়িত্বরত ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানি, ওয়ারেন্ট অফিসার মোঃ ফজলুল হকসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানি জানান, গ্রেপ্তারকৃত পিচ্চি জাহিদকে উদ্ধারকৃত ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অস্থায়ী সেনাবাহিনীর ক্যাম্প হওয়ার পর থেকেই উপজেলার সর্বস্তরের মানুষের স্বস্তির বাতাস বইছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা, প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতাসহ জনস্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন সেনাবাহিনী।
গোয়েন্দা নজরদারি মাধ্যমে সেনাবাহিনীর এমন অভিযানকে স্বাগত জানিয়ে এলাকার সচেতন মানুষ বলেন, অভিযান পরিচালনায় সেনাবাহিনীর যথেষ্ট সুনাম আছে। আমরা আশা করি এমন অভিযান পরিচালনার মাধ্যমে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র, মাদক নির্মূল করা সহ অবৈধ সকল কার্যক্রম বন্ধ হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮