মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলায় পরিবেশ রক্ষায় দিনব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ৩টি অবৈধ ইটভাটার আগুন নিভিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার -২০ ফেব্রুয়ারি- সহকারী কমিশনার-ভূমি- ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমের নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টের অভিযানকালে সাতকানিয়া উপজেলার আওতাধীন সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল, বাংলা বাজার মেসার্স দরবার ব্রিকস ম্যানুফ্যাকচার -D.B.M- সাতকানিয়া সদর ইউনিয়নের ছোট বারদোনায় মেসার্স বারদোনা ব্রিকস ম্যানুফ্যাকচারিং -B.B.M- ও তেমুহনী ব্রিকস ম্যানুফ্যাকচারিং -T.B.M- তিনটি ব্রিকফিল্ডের বৈধ কোনো কাগজপত্র দাখিল করিতে ব্যর্থ হওয়ায়, ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় পানি দিয়ে বর্ণিত ইটভাটাগুলির চুলার আগুন নিভিয়ে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং বৈধ কাগজপত্র বিহীন ভবিষ্যতে ইটভাটা স্থাপন ও পরিচালনা করা যাবে না মর্মে কঠোর হুশিয়ারি বার্তা প্রদান করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার সদস্যবৃন্দ।
এছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাতকানিয়া স্টেশনের সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮