জামালপুর প্রতিনিধি।।
একাত্তর টিভির বকশিগঞ্জ সংবাদদাতা সত্য প্রকাশে নির্ভীক সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারী সকল আসামীকে গ্রেফতার ও ফাঁসির দাবীতে জামালপুরের সরিষাবাড়ীতে কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুলাই) সকাল ১০.টায় সরিষাবাড়ী পৌরসভার সামনে তারাকান্দি - সরিষাবাড়ী প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারী মাস্টারমাইন্ডসহ সকল আসামীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন। এছাড়া নিহত নাদিমের পরিবারের সার্বিক দায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়।
একাত্তর টিভির সরিষাবাড়ী উপজেলার সংবাদদাতা মমিনুল ইসলাম কিসমতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক, সাংবাদিক এম এ রউফ, জহুরুল ইসলাম ঠাণ্ডু, ইব্রাহীম হোসাইন লেবু, শহিদুল ইসলাম নিরব, মিজানুর রহমান মিজান,
জামালপুর অনলাইন জার্নালিস্ট
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর,রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মাসুদুর রহমান,দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ যে,গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ী ফেরার পথে বকশিগঞ্জ পৌর শহরের কলেজ মোড়ে সন্ত্রাসী হামলায় শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮