স্টাফ রিপোর্টার
(সিরাজগঞ্জ)।।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় সিএনজি চালিত অটোরিশা - ব্যাটারি চালিত অটোরিকশা মুখামুখি সংঘর্ষে পলিটেকনিক ছাত্র নাঈম আহমেদ (১৮) মারা গেছে।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে সলঙ্গা-তাড়াশ
আঞ্চলিক সড়কের কুঠিপাড়া এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত নাঈম আহমেদ তাড়াশ পৌর সদরের ভাদাশ মধ্যেপাড়া গ্রামের তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ পলিটেকনিকের ইলেকট্রিকালে ছাত্র।
স্থানীয়রা জানান, শনিবার অধ্যাপক মাজহারুল ইসলাম ও তার ছেলে নাঈম আহমেদ তাড়াশ থেকে হাটিকুমরুল গোলচত্বের যাওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশা যোগে যাওয়ার পথে বিপরীত থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশা সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাঈম ঘটনাস্থলেই নিহত হয়। সিএনজিতে থাকা আরো চারজন আহত হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক জানান, থানার কুঠিপাড়া এলাকায় সিএনজি চালিত অটোরিকশা সাথে ব্যাটারিত চালিত অটোরিকশা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কলেজ ছাত্র নিহত হয়। এছাড়া সিএনজিতে থাকা চারজন যাত্রী আহত। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮