ইসমাইল ইমন, চট্টগ্রাম:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জননেতা ডা. শাহাদাত হোসেন বলেছেন, সরকারের রাজস্ব আদায়ে দলিল লেখকগন অগ্রণী ভুমিকা পালন করছে। তাই বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় ভাবে ঘোষিত ৭ দফা বাস্তবায়নে দলিল লেখকদের পাশে থাকার আশ্বাস দিয়ে মেয়র বলেন, ভুমি রেজিষ্ট্রেশনে দলিল লেখকদের নানা ধরনের হয়রানি বন্ধ করতে হবে।
তিনি ১ নভেম্বর শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির উদ্যাগে আয়োজিত দলিল লেখক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল আলম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ মামুনুর রশিদ এর পরিচালনায় দলিল লেখক সমাবেশে

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক মোহাম্মদ এরশাদ উল্লাহ।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিক লেখক সমিতির নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এম.এ রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব কে.এস হোসাইন টমাস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় নেতা, আলহাজ্ব নুরুল হক মিয়া,মোহাম্মদ খোরশেদ আলম বাবুল, এস এম আয়নাল হক, আলহাজ্ব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মোঃ ফিরোজ আলম, কাজী মনসুর আলম,হাজী এম এ মন্জু, মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, গোলাম মোস্তফা। সমাবেশে বক্তরা, দলিল রেজিষ্ট্রেশন পদ্ধতি আধুনিকায়ন করার নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না, সরকার থেকে প্রতিশ্রুত দলিল প্রতি সম্মানী ভাতা নূন্যতম ৪০০০ টাকা বাস্তবায়ন, লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ দলিল লেখতে পারবে না সহ কেন্দ্রীয় দলিল লেখক সমিতির ঘোষিত ৭ দফা দাবী দ্রুত বাস্তবায়নের আহবান জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮