প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ১০:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ৬:২৪ পি.এম
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারীতে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি:
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।
সোমবার সকালে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও উদ্ধার তৎপরতা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেন হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান।
মহড়ায় অংশ নেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় জনগণ। অংশগ্রহণকারীদের অগ্নিকাণ্ড প্রতিরোধ, দ্রুত নিবারণ ও নিরাপদে আশ্রয় গ্রহণের কৌশল প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান শেষে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২