তৌহিদুল ইসলাম চঞ্চল,
কলামিস্ট, মানবসম্পদ–শ্রম ও মানবাধিকার বিশেষজ্ঞ
জেলা শহরের একটি স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়া দশ বছর বয়সী শিশু হায়াতের এখন বার্ষিক পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার কথা। কিন্তু কচি মনে একটাই চিন্তা—পরীক্ষায় ভালো ফল না করলে বাবা-মা রাগ করবেন। কারণ তার মা এলাকার অন্যদের কাছে বলে রেখেছেন যে, "আমার হায়াত ফার্স্ট ছাড়া সেকেন্ড কখনও হয় না"। অগোচরে সেই কথোপকথন শোনা হায়াতের টেনশন এখন আকাশছোঁয়া।
কিন্তু হায়! সন্ধ্যার পর থেকে সভা, সমাবেশ, মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের মাইকের বিকট শব্দে সে কিছুতেই পড়ায় মন বসাতে পারছে না। নিজের পড়া কানে না পৌঁছলে যার মুখস্থ হয় না, সেই হায়াত আজ দিশেহারা। তার সরল মনে প্রশ্ন জাগে, "যে আঙ্কেলরা এই প্রোগ্রামগুলো করছেন, তাদের সন্তানরা কি পরীক্ষা দিচ্ছেনা!"
মাইকের এই বিকট শব্দ কিছুক্ষণ নয়, চলে রাত ১টা-২টা পর্যন্ত। ফলে হায়াতের ঘুমও ঠিকমতো হচ্ছে না, ভোরে উঠে পড়াও অসম্ভব হয়ে পড়েছে। শুধু হায়াত নয়, তার সত্তর বছর বয়সী হৃদরোগে আক্রান্ত দাদু ঘুমের মাঝে হুটহাট করে জেগে উঠছেন, আর সাত মাস বয়সী ছোট বোন হুমায়রা মাইকের শব্দের সাথে সাথে কান্নার শব্দ করছে। হায়াতের এই করুণ গল্প আমাদের সমাজের এক চরম স্বেচ্ছাচারিতা ও ব্যর্থতাকে নির্দেশ করে।
শব্দদূষণের ভয়াবহতা ও জনস্বাস্থ্যে আঘাতঃ
শব্দদূষণ (Noise Pollution) আজ এক নীরব মহামারীর আকার নিয়েছে। এটি কেবল বিরক্তি উদ্রেককারী নয়, জনস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুযায়ী, শব্দদূষণ পরিবেশগত ঝুঁকি হিসেবেও বিবেচিত।
শারীরিক ও মানসিক প্রভাব:
আমাদের স্বেচ্ছাচারিতা ও আইনের লঙ্ঘন
হায়াতের মতো শত শত মানুষের দুর্ভোগের মূল কারণ হলো আমাদের সামাজিক স্বেচ্ছাচারিতা এবং বিদ্যমান আইনকে তোয়াক্কা না করার মানসিকতা। আমরা নিজেদের প্রয়োজনেই অন্য মানুষের অধিকার ও কষ্টের কথা ভুলে যাই।
স্বেচ্ছাচারিতার দিক:
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুসারে, আবাসিক এলাকায় দিনের বেলা ৫০ ডেসিবল এবং রাতে ৪০ ডেসিবলের বেশি শব্দ করা দণ্ডনীয় অপরাধ। স্কুল, হাসপাতাল বা আদালতকে কেন্দ্র করে ১০০ মিটার পর্যন্ত এলাকা নীরব এলাকা হিসেবে চিহ্নিত। এই এলাকায় শব্দসীমা দিনে ৪৫ ডেসিবল ও রাতে ৩৫ ডেসিবল। এই আইন অমান্য করলে প্রথমবার এক মাস কারাদণ্ড বা অনধিক পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড এবং পরবর্তী সময়ে আইন অমান্য করলে ছয় মাস কারাদণ্ড বা দশ হাজার টাকা জরিমানা হতে পারে।
করণীয় ও সম্মিলিত উদ্যোগ
শিশু হায়াতের মানসিক শান্তি ফিরিয়ে আনা এবং দেশের জনস্বাস্থ্য সুরক্ষা করার জন্য কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি:
হায়াতের মতো শিশুদের মানসিক চাপমুক্ত একটি ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং সমাজের শান্তি ও স্বাস্থ্য বজায় রাখতে আমাদের সকলেরই স্বেচ্ছাচারিতা ত্যাগ করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮