প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৯, ২০২৫, ১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৪, ৯:৫৮ এ.এম
সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে দুর্গাপুর পৌর স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ কর্মসূচি।।

পলাশ সাহা
দুর্গাপুর -নেত্রকোণা- প্রতিনিধি।।
নেত্রকোণার দুর্গাপুরে স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি- সন্ত্রাস- নৈরাজ্য ও সামাজিক বিশৃঙ্খলা তৈরি করলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবার আহ্বান জানানো হয়েছে।
আজ শনিবার দুপুরে দুর্গাপুর পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৌর শহরে ও নানা শ্রেণীপেশার মানুষের মধ্যে সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে লিফলেট বিতরণ করা হয়।এসময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন- স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি- সন্ত্রাস- নৈরাজ্য ও সামাজিক বিশৃঙ্খলা তৈরি করলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবার আহ্বান জানাই আমরা।
এসময় উপস্থিত ছিলেন -দুর্গাপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন শাওন- সদস্য সচিব সোহেল আকাশ- সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুম খান- যুগ্ন আহবায়ক আব্দুল হেকিম- দুর্গাপুর পৌর ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো- বুলবুল- পৌর ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল মিয়া সহ প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২