প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৭:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৩, ৫:৩২ এ.এম
সদরপুর উপজেলা মৎস্য দপ্তরের মা ইলিশ রক্ষায় নানা পদক্ষেপ।।

শিমুল তালুকদার
সদরপুর থেকে।।
প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এরই ধারাবাহিকতায় সদরপুর উপজেলা মৎস্য দপ্তর চলতি মাসের ১২ তারিখ থেকে ২ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিয়েছে।
গতকাল শুক্রবার উপজেলার শয়তান খালি ঘাটে গিয়ে দেখা গেছে, মৎস্য দপ্তরের ব্যানার সহ ট্রলার ঘাটে বাধা রয়েছে। এই সময় কথা হয় শয়তান খালি ঘাটের চা দোকানদার মোতালেব মিয়ার সাথে তিনি বলেন, অভিযানের দুইদিন অতিক্রম হলেও জেলেদের পদ্মায় মাছ ধরতে দেখা যায়নি। বর্তমান মৎস্য কর্মকর্তা প্রায়ই বিভিন্ন ঘাটে তদারকি করার কারনে জেলেরা নদীতে নামতে সাহস পাচ্ছেনা।
এসময় মালামাল নিয়ে বাড়িতে ফিরতে দেখা যায় অনেক জেলেদের। নিষেধাজ্ঞাকালীন তারা মাছ শিকারে যাবেন না বলে জানিয়েছেন। আর এ সময়টিতে তার পরিবারের সঙ্গে কাটাবেন। কারণ মাছ শিকারে গেলে প্রশাসনের হাতে ধরা পড়লে জেল ও জরিমানার ভয় থাকে।
সদরপুর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষায় ইতিমধ্যে তারা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। জনগণকে সজাগ করতে মাইকিং, পোষ্টার, ব্যানার ও লিফলেট বিতরণ করা হয়েছে। জেলেরা যাতে পদ্মায় মা ইলিশ ধরতে না পারে সে জন্য বিভিন্ন ঘাটে স্পিডবোট ও ডবল ইঞ্জিন চালিত ট্রলার রেডি আছে। খবর পাওয়ার সাথে সাথেই অভিযান পরিচালনা করা হবে।
জানা যায়, অভিযানের প্রথম দিনেই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল হাটকৃষ্ণপুরে অভিযান চালিয়ে ইলিশ বিক্রির অভিযোগে সুমন মালো নামক এক জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস,এম জাহাঙ্গীর কবির জানান, প্রজনন মৌসুমে ইলিশ সাগর থেকে নদীতে চলে আসে। আশ্বিন মাসের ভরা পূর্ণিমায় বেশিরভাগ ইলিশ ডিম ছাড়ে। এ সময়টাতে ইলিশ মাছ বাঁধাপ্রাপ্ত হলে তাদের প্রজননও বাধাগ্রস্ত হয়। ফলে এসব ডিমওয়ালা মা ইলিশ যাতে নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে সেজন্য জেলেদেরকে নদীতে মাছ শিকার থেকে বিরত রাখা হয়। এ সময় সম্পূর্ণ বিনামূল্যে জেলেদেরকে চাল দেওয়া হয়। আগামী ২ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, ও মজুত কারী কাউকে পেলে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২