সদরপুর প্রতিনিধি।।
ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামের সাপের কামরে ১ জনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তির নাম রফিক খন্দকার (৫০) তিনি আমিরাবাদ গ্রামের মানিক খন্দকারের পুত্র।
নিহতের পারিবারিক সুত্র থেকে জানা গেছে, নিহত রফিক খন্দকার গত মঙ্গলবার বেলা ৩ টার সময়ে তার নিজের খেতের সিমানা ঠিক করতে জমিতে গেলে
তাকে সাপে কামর দেয়।
তখন স্থানীয় কালিবাড়ি গ্রামের ওঝা দিয়ে বিষ নামানোর চেষ্ট্রা করে ব্যর্থ হলে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮