
শিমুল তালুকদার,সাদরপুর,
ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যাপীঠ বাইশ রশি শিব সুন্দরী একাডেমীতে মঙ্গলবার গভীর রাতে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চোর বিদ্যালয়ের অফিস কক্ষের ৪ টি রুমের ৭ টি তালা ভেঙ্গে অফিসিয়াল কাগজপত্র তছনছ করে নগদ টাকা সহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।
২৭ আগষ্ট (বুধবার) দুপুরে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় পুলিশ স্কুলের দায়িত্ব প্রাপ্ত ২ জন নাইট গার্ডদের সাথে কথা বলেছেন।
ঘটনার বিবরণে স্কুলের প্রধান শিক্ষক আঃ বারেক মিয়া জানান, মঙ্গলবার গভীর রাতে চোর বিদ্যালয়ের সততা স্টোর, প্রধান শিক্ষকের কক্ষ, শিক্ষক মিলনায়তন কক্ষ, ও সততা স্টোরের পাশে কক্ষে সহ ৪ টি রুমের ৭ টি তালা ভেঙ্গে গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে কিছু নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
স্কুলের সি,সি,টি,ভি ফুটেজে দেখা যায়, রাত ১ টার দিকে মুখে মাস্ক পরিহিত লাল গেঞ্জি পরা ২২/২৩ বছরের এক যুবক রাত স্কুলের গেট টপকে ভিতরে প্রবেশ করে প্রায় ৩ ঘন্টাবাপী এসব কক্ষের তালা ভেঙ্গে রুমের ভিতরে প্রবেশ করে। চুরির রাতে দায়িত্বে থাকা
স্কুলের দুইজন নাইটগার্ড জাফর মোল্যা ও শফিউদ্দীন মোল্যা জানান, রাতে আমরা পাহারায় থাকলেও চোর কখন প্রবেশ করেছে বলতে পারিনা।
একটি স্বনাম ধন্য স্কুলে এতবড় দুঃসাহসিক চুরির ঘটনায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, অভিভাবক সহ স্থানীয় জনসাধারণের মাঝে কৌতুহল সহ মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও নুরুল্ল্যাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ আশরাফ আলী বলেন, বিদ্যালয়ে দায়িত্ব প্রাপ্ত ২ জন নাইট গার্ড উপস্তিত থাকা সত্বেও বিদ্যালয়ে এত বড় দুঃসাহসিক চুরি অত্যান্ত দুুঃখজনক। যা আমি কল্পনাও করতে পারিনা। তিনি চোর সনাক্তে ও আইনগত ব্যাবস্থা গ্রহনে থানা পুলিশের সহযোগীতা কামনা করেন।
বাইশরশি শিব সুন্দরী একাডেমীর ভোকেশনাল বিভাগের ইনচার্জ মাসুদ আলম বলেন, আমি নিজেও এই স্কুলের
ছাত্র ছিলাম। এই স্কুলে এই দুঃসাহসিক চুরির ঘটনায় আমি মর্মাহত। তিনি চোর চিহৃত করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করছেন।