প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ১০:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ১১:১৯ এ.এম
সদরপুরে নকল লগো ব্যবহার করে ধান বিক্রয়ে জরিমানা।।

শিমুল তালুকদার- সদরপুর থেকে।।
সরকারি সারের নকল লোগো ব্যবহার করে পুরোদমে ধানবীজ বিক্রয় করে যাচ্ছিল আঃ গাফফার ও বাবুল কুমার সাহা।
ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাতরশি বাজারের দুই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ পেলে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমান আদালতের অভিযান চালান সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল মামুন।
অভিযানকালে সাড়ে সাতরশি বাজারের দুই ব্যবসায়ীর দোকান থেকে বিএডিসি এর নকল লোগো ব্যবহারের ১১২বস্তা নকল ধান বীজ জব্দ করে আদালত। নকল বীজ বিক্রয়ের অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১ ধারায় দুটি দোকানের মালিক আব্দুল গাফফার কে ১০হাজার ও বাবুল কুমার সাহা ৫’হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান- জব্দকৃত ১১২বস্তা ধানবীজ পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি রাজস্ব কোষাগারে জমা রাখা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২